যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে আগামী ৯০ দিনের জন্য সকল মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের মধ্যেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য মার্কিন সাহায্য বন্ধ হচ্ছে না। এই উদ্যোগের জন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
শফিকুল আলম জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার এ বছর একটি বড় আকারের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে। জাতিসংঘ এই সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকছে।
প্রেস সচিব আরও জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশে চলমান সিভিল ওয়ার এবং আরাকান আর্মি ও মিয়ানমার আর্মির সংঘর্ষের কারণে এক বিরাট মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ৯০ দিনের জন্য বৈদেশিক সহায়তা স্থগিত করলেও, রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন চালু থাকবে। এই বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।