ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসের প্রতি শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ কার্ড পাঠিয়েছেন। কার্ডটিতে মোদির স্বাক্ষরসহ নতুন বছরের শুভকামনা বার্তা রয়েছে।
অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী সংক্ষেপে বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা’। এই শুভেচ্ছা বার্তাকে অধ্যাপক ইউনূস আন্তরিকভাবে গ্রহণ করেছেন।