ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ডাল আমদানি করা হয়েছে। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এ পণ্যটি আমদানি করেছে।
সোমবার বিকেলে ৫ টন ডালবাহী ভারতীয় একটি ট্রাক আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। বন্দরের শ্রমিকরা ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে ডাল স্থানান্তর করেন।
আমদানি প্রক্রিয়ায় কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন। তিনি জানান, রমজানকে সামনে রেখে দেশের বাজারে ডালের চাহিদা বাড়ে, তাই বাজারে ভালো মূল্য পেলে ডাল আমদানির পরিমাণ আরও বাড়তে পারে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল বন্দর দিয়ে ডাল আমদানির ঋণপত্র (এলসি) খুলেছে। এটি এই স্থলবন্দরের মাধ্যমে প্রথমবারের মতো ডাল আমদানির ঘটনা। তিনি আরও জানান, বাণিজ্য বাড়লে এই স্থলবন্দরের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।