1. news.baaztv@gmail.com : BaaZ TV : News Admin
  2. info@www.baaztv.online : BAAZ TV :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০১ অপরাহ্ন

বিশ্ব ইজতেমায় নিরাপত্তা নিশ্চিত, নেই বড় ধরনের ঝুঁকি: র‌্যাব

বাজটিভি প্রতিবেদন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বিশ্ব ইজতেমায় আগত লাখো মুসল্লির নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, “ইজতেমা ময়দানে নিরাপত্তাজনিত কোনো বড় ঝুঁকি নেই, তবে দু’পক্ষের অন্তঃকোন্দল একটি চ্যালেঞ্জ।”

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোলরুমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইজতেমার নিরাপত্তায় র‌্যাবের ফুট পেট্রোল, মোটরসাইকেল ও গাড়ি টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স ও ড্রোন পর্যবেক্ষণ দল কাজ করছে। এছাড়া, ময়দানের ভেতরে ও আশপাশে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। নদীপথেও র‌্যাবের নৌ-টহল মোতায়েন রয়েছে।

র‌্যাব প্রধান জানান, ইজতেমা ঘিরে কিছু অপরাধ সংঘটিত হয়ে থাকে— বিশেষ করে মোবাইল চুরি, ছিনতাই, মলম পার্টি, মাদকাসক্তদের উৎপাত ও পকেটমারের দৌরাত্ম্য। এসব নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) ফজরের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে। এজন্য র‌্যাব, সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এ সময় র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐁𝐀𝐀𝐙 𝐓𝐕 সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট