বাংলাদেশে গুণগত মানসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আইআইজি ও এনটিটিএনের দাম কমানো এবং ব্রডব্যান্ডের মান নির্ধারণী বেঞ্চমার্ক নির্ধারণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানসহ ছয়জনকে এই নোটিশ পাঠিয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারপতি তানিজিলা রহমান জুঁই তার পক্ষে এই নোটিশ পাঠান।
মহিউদ্দিন আহমেদ জানান, আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও এনটিটিএন (ন্যাশনওয়াইড ট্রান্সমিশন নেটওয়ার্ক) লেয়ারের দাম এখনো অনেক বেশি। যখন ‘এক দেশ, এক রেট’ নীতির আওতায় ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের প্যাকেজ নির্ধারণ করা হয়, তখন আইআইজি ও এনটিটিএনের দামও কমানোর কথা ছিল। কিন্তু তা হয়নি। এখন সরকার ৪০০ টাকায় ব্রডব্যান্ড সেবা চালু করতে চাইলেও, এই গতির মান যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, গ্রাহকের ন্যূনতম ব্রডব্যান্ড ইন্টারনেট গতি ২০ এমবিপিএস নির্ধারণ করতে হবে। ৫ এমবিপিএস কোনোভাবেই ব্রডব্যান্ড হিসেবে গণ্য হতে পারে না। আইআইজি ও এনটিটিএনের মূল্য না কমালে গ্রাহকের কাছে কম দামে ভালো মানের ইন্টারনেট পৌঁছানো সম্ভব নয়।
✅ আইআইজি ও এনটিটিএনের মূল্য কমানো
✅ ব্রডব্যান্ড ইন্টারনেটের মানোন্নয়ন ও বেঞ্চমার্ক নির্ধারণ
✅ সকল গ্রাহকের জন্য ন্যূনতম ২০ এমবিপিএস গতি নিশ্চিত করা
নোটিশে আরও বলা হয়েছে, আইআইজি ও এনটিটিএনের দাম কমিয়ে আনলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য মানসম্মত সেবা প্রদান সহজ হবে। সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।