বাংলাদেশে আমদানি করা তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী সোমবারের মধ্যে সরকার যদি এই বাড়তি শুল্ক প্রত্যাহার না করে, তবে তারা আমদানি বন্ধ রাখবে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফারুক সিদ্দিকী বলেন, শুল্ক বৃদ্ধির ফলে তাদের ব্যবসায় মারাত্মক ক্ষতি হচ্ছে। তিনি জানান, আগে যেখানে প্রতি ট্রাক ফল একদিনে বিক্রি করা যেত, এখন তা বিক্রি করতে ৩-৪ দিন লেগে যাচ্ছে। ফলে শিপিং ও পোর্টে দীর্ঘদিন ধরে পণ্য আটকে থাকছে, যা ব্যবসায়ীদের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফারুক সিদ্দিকী আরও বলেন, ‘‘যদি সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে মঙ্গলবার থেকে দেশের সব স্থল ও নৌবন্দর থেকে আমদানি করা তাজা ফল খালাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’’
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশে মোট ফলের চাহিদার মাত্র ৩৫-৪০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদন হয়। বাকি ৬০-৬৫ শতাংশ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। শুল্ক বৃদ্ধির কারণে এই আমদানি নির্ভর খাতটি বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে, যা সরাসরি ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধির কারণ হতে পারে।