সময়টা ভালো যাচ্ছে না দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার। পায়ের চোটের কারণে বন্ধ রয়েছে শুটিং, বাতিল করতে হয়েছে সিনেমার প্রচার কার্যক্রম ও একাধিক ইভেন্ট। তবে এমন কঠিন সময়েও তিনি তার শিকড়কে মনে করছেন এবং জানিয়েছেন, কেমন পুরুষ তাকে আকৃষ্ট করে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘পুষ্পা’খ্যাত এই অভিনেত্রী বলেন, "নিজের বাড়ি আমার কাছে সবচেয়ে আনন্দের জায়গা। সেখানেই আমি প্রকৃত শান্তি খুঁজে পাই, মনে হয় শিকড়ের সঙ্গে সংযুক্ত আছি।"
বাড়ির প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি কিছুটা দার্শনিকও হয়ে ওঠেন। রাশমিকা বলেন, "সাফল্য আসবে-যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাড়িতে যে শান্তি পাওয়া যায়, তা চিরস্থায়ী। আমার জীবনে অনেক কাছের মানুষ আছেন। আমিও কারও মেয়ে, কারও বোন, আবার কারও সঙ্গী। জনপ্রিয়তার বাইরেও জীবনকে আমি উপভোগ করি।"
তবে ভক্তদের নজর কাড়ে তার বলা "কারও সঙ্গী" বাক্যটি। অবশেষে তিনি স্বীকার করেছেন, তারও একজন বিশেষ মানুষ আছেন!
এসময় রাশমিকার কাছে জানতে চাওয়া হয়, একজন পুরুষের কোন গুণ তাকে বেশি আকর্ষণ করে?
অভিনেত্রী সহাস্যে উত্তর দেন, "চোখ হলো মানুষের আত্মার জানালা। আমি এমন মানুষদের প্রতি আকৃষ্ট হই, যাদের মুখে সবসময় হাসি লেগে থাকে। পাশাপাশি, আমি তাদের পছন্দ করি যারা চারপাশের মানুষকে সম্মান করেন।"
এদিকে, সালমান খানের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পাওয়ার কথা আগামী ঈদে। তবে রাশমিকার শারীরিক অবস্থা এই ছবির শুটিং পিছিয়ে দিতে পারে বলে জানা গেছে।