ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে রিলসের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, ফলে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে টিকটক ব্যবহারকারীদের তিন মিনিটের ভিডিও তৈরির অনুমতি দেয়, যা ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়। সেই ধারাবাহিকতায় ইনস্টাগ্রামও রিলসের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিলো।
অ্যাডাম মোসেরি বলেন, ‘কনটেন্ট নির্মাতারা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন যে, ৯০ সেকেন্ডের সময়সীমা তাদের জন্য পর্যাপ্ত নয়। আমরা আশা করছি, সময়সীমা বাড়ানোর ফলে তারা আরও গভীরভাবে গল্প বলার সুযোগ পাবেন।’
শুধু রিলসের সময়সীমাই নয়, ইনস্টাগ্রাম প্রোফাইলেও নতুন পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত বর্গাকার গ্রিডের পরিবর্তে এবার প্রোফাইলে আয়তাকার বিন্যাস ব্যবহার করা হয়েছে। মোসেরি জানান, বেশির ভাগ ব্যবহারকারী উল্লম্ব (ভার্টিক্যাল) ফরম্যাটে কনটেন্ট আপলোড করেন, কিন্তু বর্গাকার গ্রিড ব্যবস্থায় কনটেন্টের বড় অংশ কেটে যায়। নতুন আয়তাকার গ্রিড ব্যবহারকারীদের জন্য কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরও উন্নত করবে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস